সাতকানিয়ায় ৩০ লাখ টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার

সাতকানিয়া প্রতিনিধি | সোমবার , ১৬ অক্টোবর, ২০২৩ at ৪:৩৪ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় অবৈধভাবে দখল হয়ে যাওয়া প্রায় ত্রিশ লাখ টাকার সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বিকালে উপজেলার জনার কেঁওচিয়া চেয়ারম্যান পাড়া উকিল বাড়ি এলাকায় অবৈধ দখলকৃত এ খাস জমি উদ্ধার করা হয়। সরকারি খাস জমি উদ্ধারে নেতৃত্ব দেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

জানা যায়, জনার কেঁওচিয়া মৌজার চেয়ারম্যান পাড়ার উকিল বাড়ি এলাকায় ৩ শতক সরকারি খাস জমি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে দখল করে রাখা হয়। সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গতকাল বিকালে উক্ত সরকারি জমি উদ্ধারে অভিযানে যান। এ সময় খাস জমিটি পরিমাপ করে চার পাশে লাল নিশানা ও সাইনবোর্ড টাঙিয়ে দেয়া দিয়ে সরকারি হেফাজতে নেয়া হয়। উদ্ধারকৃত জমির মূল্য প্রায় ত্রিশ লাখ টাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, সরকারি খাস জমি উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে জনসভা তথ্যমন্ত্রী আসার আগে দুই গ্রুপে হাতাহাতি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-কক্সবাজার-বান্দরবান সড়কে ১৮ অক্টোবর সকাল সন্ধ্যা ধর্মঘট