সাতকানিয়ায় সাবেক এমপি নদভী ও বিপ্লব বড়ুয়াসহ ১৯৮ জনের বিরুদ্ধে মামলা

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ২৯ ডিসেম্বর, ২০২৪ at ৬:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ ১৯৮ জনকে আসামি করে সাতকানিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৯৮ এজাহারনামীয় আসামি ছাড়াও আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের মৃত নুরুল ইসলামের পুত্র সৈয়দুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জুবায়ের এবং এমপি আবু রেজা নদভীর ভাইপো ও মাদার্শা ইউপির সাবেক চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী আওয়ামীলীগ নেতাকর্মী ও ইউপি চেয়ারম্যানরা।

এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুর ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল সাতকানিয়া রাস্তার মাথা থেকে কেরানীহাটে পৌঁছলে আসামিরা বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র, গুলি ও লোহার রড, রামদা ও লাঠি নিয়ে হামলা করে। ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে। এ সময় তারা চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ হামলায় পুরানগড় ইউনিয়নের আবু ইউসুফসহ বেশ বেশ কয়েকজন ছাত্র-জনতা আহত হয়। এ ঘটনার দীর্ঘ পাঁচ মাসের মাথায় এ মামলা দায়ের করা হলো।

সাতকানিয়া থানার ওসি মোস্তাফা কামাল খান দৈনিক আজাদীকে বলেন, বাদীর লিখিত অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার ও মামলা তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ার অপহৃত শিশুকে কক্সবাজার থেকে উদ্ধার
পরবর্তী নিবন্ধঅপহরণকারীদের চিনে ফেলায় মুক্তিপণ ছাড়ায় যুবকের মুক্তি