সরকারি নির্দেশনা মোতাবেক মা ইলিশ সংরক্ষণে সাতকানিয়া উপজেলার কেরানিহাট বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বাজারে একটি দোকানের ফ্রিজে বিক্রির জন্য গোপনে সংরক্ষিত প্রায় ১০ কেজি ৫০০ গ্রাম ইলিশ মাছ পাওয়া যায়।
অভিযানের উপস্থিতি টের পেয়ে ইলিশ বিক্রেতা পালিয়ে যায়। পরে জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় বারদোনা ছৈয়দ ইব্রাহিম (রা:) হেফজখানা ও ইসমাইলিয়া এতিমখানায় বিতরণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি ও মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, সরকারি নির্দেশনা মোতাবেক গত ১২ অক্টোবর থেকে ২২ দিন সারাদেশে ইলিশ মাছ বিক্রয়, মজুদ, সরবরাহ ইত্যাদি নিষেধ রয়েছে।
জনস্বার্থে সাতকানিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।