সাতকানিয়ায় লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অপরাধে চালককে অর্থদণ্ড

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:১৭ অপরাহ্ণ

সাতকানিয়ার ছদাহা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় লাইসেন্স বিহীন গাড়ি চালানোর অপরাধে ৩ চালককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার ৭ ফেব্রুয়ারী সকালে উপজেলার ছদাহা ইউনিয়নের ঠাকুরদীঘি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স বিহীন গাড়ি চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মো: সোহেল (২২), মো: হামিদ (২৩), মো: সিফাত(২২), নামের ৩ চালককে পৃথক ৩টি মামলায় ৫ হাজার টাকা করে সর্বমোট ১৫ হাজার টাকা টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং লাইসেন্স বিহীন গাড়ি না চালানোর জন্য সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস। থানা পুলিশ সদস্যরা উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস দৈনিক আজাদীকে বলেন, ৩টি ড্যাম্পার পিকআপের চালককে লাইসেন্স বিহীন গাড়ি চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি লাইসেন্স বিহীন গাড়ি না চালানোর জন্য সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়।জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসাজেকে সড়ক অবরোধ, সড়কে জ্বালানো হলো টায়ার
পরবর্তী নিবন্ধনদভীর পিএসসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা