সাতকানিয়ায় ভাটা ম্যানেজারকে ২ লাখ টাকা জরিমানা

পাহাড় কেটে ইট তৈরি

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:০৩ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় পাহাড় কাটার দায়ে এক ইটভাটার ম্যানেজারকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার এওচিয়ার ছনখোলা এলাকায় কেবি থ্রি ভাটার ম্যানেজারকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, এওচিয়ার ছনখোলা এলাকার কেবি থ্রি ভাটার মালিক ইট তৈরির কাজে পাহাড় কাটছে খবরে অভিযান চালানো হয়। এ সময় পাহাড় কাটার সত্যতা পাওয়ায় এবং ভাটার মালিক পাহাড় কাটার সাথে জড়িত থাকার বিষয়ে ম্যানেজারের স্বীকারোক্তি পাওয়ায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মঈনউদ্দীন ফয়সাল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম জানান, ইট তৈরির কাজে ব্যবহারের জন্য পাহাড় কাটায় ইটভাটার ম্যানেজারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ভাটার মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরের পরিদর্শককে নির্দেশ প্রদান করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবন্দরে অনলাইন গেট পাস চালু হচ্ছে আজ
পরবর্তী নিবন্ধভাসানচর থেকে পালিয়ে আসা ২০ রোহিঙ্গাকে পাঠানো হলো ক্যাম্পে