সাতকানিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ জানুয়ারি, ২০২৫ at ১০:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় রাস্তা পারাপারের সময় সিএনজি টেক্সির ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মাথা থেতলে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলার কেরানীহাট-বান্দরবান সড়কের মা ও শিশু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ইসনান আলম (১৩)। সে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ইনানী এলাকার বাহাদুর আলমের পুত্র।

নিহতের বোনজামাই মোহাম্মদ সাইমন দৈনিক আজাদীকে বলেন, নিহত ইসনান কক্সবাজারের একটি মাদরাসার ছাত্র মাস খানেক আগে সে কেরানিহাটে বোনের কাছে বেড়াতে আসে। এসময় গ্লাস ফিটিংসের কাজ শিখছিল। রাস্তা পার হবার সময় কেরানিহাট হতে বাজালিয়াগামী একটি সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গেলে বান্দরবান হতে কেরানীহাটগামী পূর্বানী বাস (চট্ট মেট্রো ব ১১- ০১৫১) এর চাকায় পিষ্ট হয়ে ইসনানের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা দৈনিক আজাদীকে বলেন, সিএনজি অটোরিকশার ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গিয়ে বাস চাপায় মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করে দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে নিয়ে আসা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে গৃহবধূর আত্মহত্যা, মায়ের দাবি শীতপিঠা না দেওয়ায় হত্যা
পরবর্তী নিবন্ধজঙ্গল ছলিমপুরে শ্রমিকদলের নেতাকে কুপিয়ে হত্যা