এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীদের অর্থায়নে ড. আবু রেজা নদভী এমপি সাম্প্রতিক সময়ে বন্যার ক্ষতিগ্রস্ত, অসহায় দুস্থ আশ্রয়হীন পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। গতকাল শুক্রবার বিকেল ৩টায় সাতকানিয়া মক্কার বাড়িস্থ নিজ গ্রামের বাড়িতে অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমরুল আলম চৌধুরী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরফাত সিদ্দিকী, সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজুন নবী খোকন প্রমুখ।
সাতকানিয়া উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু নঈম মুহাম্মদ সেলিম চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হারেজ মুহাম্মদ, লোহাগাড়া শহর উন্নয়ন কমিটি সদস্য সচিব মিজানুর রহমান মিজান, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, আমিনুল ইসলাম প্রমুখ। প্রথম ধাপে প্রায় দেড়শ পরিবারের মাঝে জনপ্রতি ৬ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।