সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড শান্তির টেক এলাকায় পূর্ব বিরোধের জেরে কথা কাটাকাটির সূত্র ধরে ২ পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২ জনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় আহতদের মধ্যে ঘটনাস্থল থেকে রফিকুল কাদের চৌধুরী, তাসরিফুল ইসলাম নামের ২ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
জানা যায়, উভয়পক্ষের মাঝে দীর্ঘদিন ধরে জায়গাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ইতোপূর্বেও উভয়পক্ষের মাঝে সংঘর্ষ ও মামলা চলমান রয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুর আনুমানিক সাড়ে বারোটার দিকে সাকিবুল ইসলাম নিবিল মোটরসাইকেল যোগে ঘটনাস্থল দিয়ে যাওয়ার পথে রফিকুল কাদের চৌধুরীর ৭ বছরের সন্তানের গায়ে ধাক্কা লাগে। এ সময় উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে মোবাইল ফোনে কল করে লোক নিয়ে এসে উভয়পক্ষ লোহার রড ও ধারলো অস্ত্র সহকারে সংঘর্ষে লিপ্ত হলে উভয় পক্ষের ৯ জন আহত হন।
আহতরা হলেন, উপজেলার এওচিয়া ইউনিয়নের হামিদ আলীর ছেলে শিহাব উদ্দিন (৪৫), একই ইউনিয়নের আবুল কাশেমের ছেলে সাকিবুল ইসলাম নিবিল (২৫), আবদুল আজিজের ছেলে মোতাহের মিয়া (৫০), মোরশেদ আলম (৩৬), মোরশেদ আলম (৩৩), নুরুল কবিরের ছেলে মো. ফারুক (২২), মৃত শামসুদ্দিনের ছেলে রফিকুল কাদের চৌধুরী (৫২), আবুল কালামের ছেলে আবদুল করিম (১৮) ও রফিকুল ইসলামের ছেলে তাসরিফুল ইসলাম (১৯)।
এওচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু সালেহ দৈনিক আজাদীকে বলেন, দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তবে তুচ্ছ একটি বিষয় নিয়ে আজকের সংঘর্ষের ঘটনা ঘটেছে যা কখনো কাম্য নয়, আশাকরি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ সাজ্জাদুল আলম বলেন, সংঘর্ষের ঘটনায় আহত ৯ জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ২জনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার বিষয়ে সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত দৈনিক আজাদীকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে ঘটনাস্থল থেকে রফিকুল কাদের চৌধুরী, তাসরিফুল ইসলাম নামের ২জনকে হেফাজতে নেওয়া হয়েছে, এবিষয়ে তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।