সাতকানিয়ায় ‘নেশাগ্রস্ত’ যুবককে ৬ মাসের কারাদণ্ড

সাতকানিয়া প্রতিনিধি | শনিবার , ৯ মার্চ, ২০২৪ at ৭:২৬ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় নেশাগ্রস্ত এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ছোট হাতিয়া কালা মিয়া পাড়া এলাকা থেকে নেশাগ্রস্ত অবস্থায় গাঁজা ও মদসহ গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড প্রদান করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। দণ্ডপ্রাপ্ত মো. ওসমান গনি বাবু (২০) সোনাকানিয়া ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে কয়েকজন যুবক কালা মিয়া পাড়া এলাকায় বসে মাদক সেবন করছিল। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া করে নেশাগ্রস্ত অবস্থায় ওসমান গনি বাবুকে আটক করে এবং অন্যান্যরা পালিয়ে যায়। এ সময় তার কাছ থেকে আনুমানিক ৩০ গ্রাম গাঁজা, ২০০ মিলি মদ ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করে। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ গতকাল সকালে সেখানে গেলে স্থানীয় লোকজন তাকে পুলিশের নিকট সোপর্দ করে। পরে পুলিশ ওসমান গনি বাবুকে সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীর কার্যালয়ে হাজির করলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্রেপ্তারকৃত আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, আসামি ওসমান গনি বাবু স্বেচ্ছায় দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। এ সময় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিজিএমইএ নির্বাচন আজ
পরবর্তী নিবন্ধচন্দ্রনাথধাম ও আদিনাথে শিব চতুর্দশী মেলা শুরু