সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগ নেতা মাহফুজ গ্রেপ্তার

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫৯ অপরাহ্ণ

সাতকানিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনার মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতের নাম মাহফুজুর রহমান সজল (৩০)। সে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ঢেমশা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়ার এলাকার আহমদ কবিরের ছেলে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ঢেমশা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা কামাল খান দৈনিক আজাদীকে বলেন, গ্রেফতারকৃত মাহফুজের বিরুদ্ধে গত বছর ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে ছাত্রদের নেতৃত্বে সর্বস্তরের জনসাধারণ সাতকানিয়ার কেরানীহাটে শান্তিপূর্ণ ভাবে অবস্থান কর্মসূচি পালনকালে গুলিবর্ষণ ও ককটেল হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীর বড়উঠানে আ.লীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকৃষি জমি রক্ষায় সাতকানিয়ায় রাতভর ইউএনওর অভিযান, স্কেভেটর জব্দ