সাতকানিয়ায় ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
আজ শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান সংলগ্ন জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় নিহত হেলপারের নাম মো. করিম (৪৫)। তিনি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাসিমপুর গ্রামের বাসিন্দা মো. হাসানের ছেলে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈগল পরিবহনের চট্টগ্রামমুখী একটি বাস বেপরোয়া গতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান সংলগ্ন জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের সামনে খাদে পড়ে যায়।
(চট্টগ্রাম জ: ১১-০০৭২) নাম্বারের বাসটি খাদে পড়ে যাওয়ার সময় হেলপার গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত অবস্থায় হেলপারকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভরঞ্জন চাকমা বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ দূর্ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।