চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা নদভী ও তার ভাতিজা মাদার্শা ইউপি চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭৯ জন নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ৪৯ জনকে এজাহারনামীয় ও ২০–৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জনার কেঁওচিয়া বরুমছড়া ইউসুফ সওদাগরের বাড়ির মোঃ নুরুল আমিনের পুত্র ও সাতকানিয়া উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান এ মামলাটি দায়ের করেন। মামলায় বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস কান্তি দত্ত ও উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ শানকেও আসামি করা হয়েছে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা কামাল খান জানান, মোঃ মোস্তাফিজুর রহমান নামক এক ব্যক্তি বাদি হয়ে সাবেক এমপি আবু রেজা নদভীসহ ৪৯ জন এজাহারনামীয় ও ২০–৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছে।