চট্টগ্রামের সাতকানিয়ায় দুই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। (৬ মার্চ) বুধবার বিকাল থেকে রাতের যেকোন সময় উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ হাতিয়ারকুল এলাকায় এ ঘটনা ঘটে।
চোরের দল বাড়ির দরজার তালা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
চুরি হওয়া বাড়ির মালিক হলেন, দুবাই প্রবাসী হারুনর রশিদ ও সৌদি আরব প্রবাসী এহেছানুল করিম।
চুরি হওয়া বাড়ির মালিক হারুনের সহধর্মিণী নিলুফা আক্তার দৈনিক আজাদীকে বলেন, আমি ছেলে-মেয়ে নিয়ে একই এলাকায় বড় বোনের বাড়িতে বেডাতে যান। গত বুধবার রাতে বাড়িতে এসে দেখি বাড়ির দরজা, স্টিলের ও কাঠের আলমিরা ভাঙা। এবং বাড়ির পাশে দেবর সৌদি আরব প্রবাসী এহেছানের বাড়ির দরজার তালা ভাঙা।
পরে তার ঘরের ভিতরে প্রবেশ করে দেখি সব জিনিসপত্র চোরেরা তছনচ করে ফেলছে। এসময় চোরেরা বাড়ির মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
ঘটনা তদন্ত আসা সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল হাসান চুরির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চুরি হওয়া বাড়িতে কেউ ছিল না। বাড়ির বেশ কিছু জিনিসপত্র তছনচ করে ফেলেছে।
পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়ার বিষয়ে জানতে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকারের মোবাইলে কল করা হলেও তিনি ফোন না ধরায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।