চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনের সাতকানিয়া কেরানীহাটের উত্তর পাশে মহাসড়ক ক্রসিংয়ের নিকটবর্তী উত্তর ঢেমশা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনের সাতকানিয়ার উত্তর ঢেমশা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক মারা যায়। পরে এ বিষয়ে সাতকানিয়া থানা পুলিশকে অবহিত করা হয়। সাতকানিয়া থানার এসআই মো. বেলাল উদ্দিন জানান, ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া ব্যক্তির শরীর টুকরো টুকরো হয়ে গেছে। চট্টগ্রাম রেলওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।