সাতকানিয়ায় টমটম চালকের লাশ উদ্ধার

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৩ মে, ২০২৫ at ৬:২৪ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় এক টমটম চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ মোকতার (২৭)। গত বুধবার রাতে সাতকানিয়া পৌরসভার ১নং ওয়ার্ড ডলু ব্রিজ সংলগ্ন আপন নিবাস নামে ভাড়া বাসা থেকে গলায় গামছা পেছানো অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী তুহিন আকতারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইছামতি আলীনগর এলাকার মাহবুবুর রহমানের ছেলে ও একই উপজেলার মাদার্শা ইউনিয়নের দেওদিঘী জয়নগর এলাকার জাফর আহমদের মেয়ে তুহিন আক্তারের সাথে সামাজিকভাবে বিয়ে হয় গত ৬ বছর আগে। ইতিমধ্যে তাদের সংসারে আইরা নামে আড়াই বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. তফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে খাটে নামানো অবস্থায় মোকতারের লাশ উদ্ধার করে। লাশের গলায় গামছা পেচানোর দাগ থাকেলও শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং নিহতের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে ঘটনার বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো বাইকারের
পরবর্তী নিবন্ধবেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল