সাতকানিয়া পাবলিক স্কুলের হলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপনে সনাতনী নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সেক্রেটারি রাজীব দাশ।
সাতকানিয়া জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মদ তারেক হোছাঈনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদ আহবায়ক রাজিব কুমার ধর, যুগ্ম আহবায়ক সৈকত পালিত, সুজন দাশ নয়ন, সদস্য সচিব রাজিব নন্দী, সাতকানিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর এম ওয়াজেদ আলী, সাতকানিয়া উত্তরের সেক্রেটারী সিরাজুল ইসলাম, পৌরসভা নায়েব আমীর শাহ আলম, সেক্রেটারী হামিদ উদ্দীন, সাতকানিয়া উপজেলার কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম, বাজালিয়ার সহ সভাপতি ইসমাইল মুহাম্মদ রাশেদ। প্রেস বিজ্ঞপ্তি।