সমাজসেবা অধিদপ্তরের আওতায় জটিল রোগে আক্রান্ত সাতকানিয়া উপজেলার অধিবাসীদের চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেন সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। এতে জনপ্রতি ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। ৫৩ জন দুস্থ ও অসহায় রোগীর মধ্যে প্রথম ধাপে ১৩ জনের মাঝে চেক বিতরণ করা হয়।
গতকাল বৃহস্পতিবার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, প্যারালাইজড ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আবু নঈম মুহাম্মদ সেলিম চৌধুরী, আহমদ হোসেন, হারেজ মুহাম্মদ, মোহাম্মদ শাহজান, আমিন শফি, মোহাম্মদ আমিন, দেলোয়ার হোসেন বেলাল, মোহাম্মদ আজাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।