সাতকানিয়ায় ছিনতাইকারীর কবলে বাস চালক গাড়ির ব্যাটারি, নগদ টাকা ও মোবাইল লুট

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর, ২০২৪ at ৭:০৪ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় ছিনতাইকারীদের কবলে পড়েছে এক বাস চালক। এসময় ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও বাসের ব্যাটারি ছিনিয়ে নিয়ে গেছে। গত মঙ্গলবার রাতে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের খুনি বটতল এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার শাহ আমিন বাস সার্ভিসের চালক মোহাম্মদ ইলিয়াছ জানান, ঘটনার দিন রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম থেকে কেরানীহাট এসে যাত্রী নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে কালিয়াইশের বিওসির মোড় এলাকায় যাচ্ছিলাম। সড়কের খুনি বটতল এলাকায় পৌঁছার পর পুরাতন জরাজীর্ণ একটি মাইক্রোবাস এসে আমার বাসের পেছনে ধাক্কা দেয়। তখন আমি বাস থামনোর সাথে সাথে মাইক্রোবাস থেকে কয়েকজন নেমে আমাকে গালিগালাজ করতে করতে চড়থাপ্পড় মারতে শুরু করে। এক পর্যায়ে আমার কারণে তাদের গাড়ির ক্ষতি হয়েছে উল্লেখ করে টাকা দাবি করে। এরপর বাসকে সড়কের পাশে পার্কিং করতে বলে। এসময় তাদের বহনকারী মাইক্রোবাসটিও সড়কের পাশে দাঁড়ানো ছিল এবং গাড়ির ভেতর বেশ কয়েকজন লোক ছিল। কয়েক মিনিট পর তারা অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাটারি চালিত রিকশায় করে আমাকে কেরানীহাট নিয়ে যায় এবং নিউ মার্কেটের ছাদে তুলে আমার সাথে থাকা ৫ হাজার নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সব কিছু ছিনিয়ে নিয়ে আবার চড়থাপ্পড় মেরে ছেড়ে দেয়। বাস চালক মোহাম্মদ ইলিয়াছ আরো জানান, ছেড়ে দেয়ার পর আমি এসে দেখি বাসের ব্যাটারি নাই। তখন নিশ্চিত হলাম মাইক্রোবাসে থাকা অন্যান্য ছিনতাইকারীরা গাড়ির ব্যাটারিটাও লুট করেছে।

প্রত্যক্ষদর্শী কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. জামাল উদ্দিন জানান, আমরা কয়েকজন অলকেয়ার হাসপাতাল থেকে পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলাম। খুনি বটতল এসে দেখি সড়কের পাশে শাহ আমিন সার্ভিস নামের একটি বাস ও পেছনে একটি মাইক্রোবাস অন্ধকারে দাঁড়িয়ে আছে। আর কয়েকজন লোক বস্তায় করে কিছু জিনিস মাইক্রোবাসে তুলছে। তখন সন্দেহ হওয়ায় আমরা মাইক্রোবাসের দিকে যাচ্ছিলাম। আমাদেরকে যেতে দেখে মাইক্রোবাসটি দ্রুত গতিতে চলে যায়। এর কিছুক্ষণ পর ভুক্তভোগী বাস চালক এসে জানান, তাকে জিম্মি করে নিয়ে গিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। পরে বাসে গিয়ে দেখে গাড়ির ব্যাটারি নাই।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা বলেন, মঙ্গলবার রাত ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু ছিনতাইকারী বা ছিনতাইকারীদের বহনকারী মাইক্রোবাসের কোনো হদিস পাওয়া যায়নি। এছাড়া ছিনতাইয়ের শিকার হয়েছে এমন কেউ কোনো ধরনের অভিযোগ দেয়নি। তারপরও আমরা বিষয়টি দেখছি।

পূর্ববর্তী নিবন্ধওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধদুই দিনেও খোঁজ মেলেনি কর্ণফুলীতে ডুবে যাওয়া দুই মাসতুতো ভাইয়ের