সাতকানিয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৪১ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় আতিক হাসান (২০) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার ছনখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আতিক উপজেলার এওচিয়ার ছনখোলা টিলাপাড়ার মো. ইউনুসের ছেলে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় জড়িত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আতিক হাসান দীর্ঘদিন ধরে পলাতক ছিল। রোববার রাতে এলাকায় অবস্থান করার খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতকে সোমবার আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধমহানগর সেচ্ছাসেবক দলের কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম পিডিবি ঠিকাদার মালিক সমিতির কমিটি গঠন