সাতকানিয়ায় গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর

তিনি এমপি মোতালেবের খালাতো ভাই

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৩৪ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মো. বাহার উদ্দিন (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বাহার উদ্দিন সাতকানিয়া সদর ইউনিয়নের চিব্বাড়ী এলাকার আলতাফ মিয়ার পুত্র। তিনি চট্টগ্রাম১৫ আসনের সংসদ সদস্য এম এ মোতালেবের খালাতো ভাই। গতকাল বুধবার সকালে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের মিঠাদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, বাহার উদ্দিন লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকায় নিজস্ব কারখানায় মিষ্টি তৈরি করে মোটরসাইকেলে করে সাতকানিয়ালোহাগাড়ার বিভিন্ন দোকানে পৌঁছে দিতেন। গতকাল সকাল ৬টার দিকে পদুয়ার কারখানা থেকে মিষ্টি নিয়ে মোটরসাইকেল যোগে কেরানীহাটের একটি দোকানে যাচ্ছিলেন। চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ মিঠাদিঘী এলাকায় পৌঁছার পর অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় বাহার মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে সড়কের উপর পড়েন। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ এরফান জানান, খবর পেয়ে আমরা বাহার উদ্দিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে মরদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল
পরবর্তী নিবন্ধবাঁশখালী যুবলীগের কমিটি বাতিল করার দাবি