সাতকানিয়ায় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযান, আটক ১

অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার মেশিন ও পাইপ জব্দ

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ at ৮:১২ অপরাহ্ণ

সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করে আসছিল কতিপয় দুর্বৃত্তরা। এরই ধারাবাহিকতায় জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্ট (এনএসআই) চট্টগ্রাম জেলার তথ্যের ভিত্তিতে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ০১নং ওয়ার্ডে ভোরবাজার নামক স্থানে সেনাবাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় ড্রেজার মেশিন বসিয়ে সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে আটক করার পাশাপাশি একটি ড্রেজার মেশিন ও আনুমানিক ২৫০ ফুট পাইপ জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মোঃ নজরুল ইসলাম (৫৫), তিনি সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ভোরবাজার এলাকার মৃত আঃ রশিদ এর পুত্র।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়ায় কর্তব্যরত এনএসআই কর্মকর্তা দৈনিক আজাদীকে বলেন, সাতকানিয়ায় প্রতিটা অঞ্চলের সকল ধরনের অপরাধ প্রতিরোধে আমাদের গোয়েন্দা নজরদারী আছে। উপজেলার বাজালিয়ায় কিছুদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন খবর পাই। খবরের সত্যতা থাকায় বাংলাদেশ সেনাবাহিনী এবং এনএসআই যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় ১জনকে গ্রেপ্তার করার পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে শ্রমিক দলের অফিস ভাঙচুর, আসামি গ্রেফতারে ওসিকে হুশিয়ারি
পরবর্তী নিবন্ধচন্দনাইশে বালুভর্তি ট্রাকচাপায় বাইক আরোহী নিহত