সাতকানিয়ায় এওচিয়া ও মাদার্শা ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে উপজেলার দেউদিঘী উচ্চ বিদ্যালয়ের হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রসুল মোস্তাক। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহমদুল হক সিকদারের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা নাজিম উদ্দিন নাজুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী ছামাদ, সদস্য হেলাল উদ্দিন, মাদার্শা ইউনিয়ন বিএনপি নেতা সিরাজুল হক, এওচিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলী, বিএনপি নেতা সাব্বির আহমদ, ফরিদ আহমদ, আজিজুল হক, আবদুস সোবাহান, আবুল কাশেম মেম্বার, মোহাম্মদ ইসলাম, নুরুল ইসলাম, নুর হোসেন, আবদুল হামিদ, জসিম উদ্দিন, সচিব নাজিম উদ্দিন, ইকবাল হোসেন রুবেল, মফিজুর রহমান, ছৈয়দ আহমদ, মিজানুর রহমান, মাকসুদুর রহমান, আনিসুর রহমান আনাস, মিনহাজ উদ্দিন, মোহাম্মদ সাকিল, মোহাম্মদ তারেক, জে এম বেলাল উদ্দিন, মোহাম্মদ বাদশা, মোহাম্মদ আসিফ, আবু সাঈদ রাসেল, নুরুল ইসলাম, মোহাম্মদ সোহেল, জাবেদ, নোমান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, সাতকানিয়ায় কোন মাদক ব্যবসায়ী, গডফাদার ও সন্ত্রাসীদের ঠাঁই হবে না। সাতকানিয়াকে যারা অশান্ত করতে চায় তাদেরকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন। প্রেস বিজ্ঞপ্তি।