সাতকানিয়ায় পুলিশ পরিচয় দিয়ে একটি ইটভাটায় ডাকাতি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ডাকাতরা নগদ টাকা, মোবাইল সেট ও সিসিটিভির মনিটরসহ মালামাল নিয়ে গেছে। তবে পুলিশ বলছে এটা ডাকাতি নয়, চুরির ঘটনা। গতকাল বুধবার ভোর রাতে উপজেলার জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এনবিএম নাম ইটভাটায় এ ঘটনা ঘটে।
এনবিএম ইটভাটার নৈশপ্রহরী মোহাম্মদ শাহজাহান জানান, গতকাল ভোর রাতে ১০–১২ জনের সশস্ত্র ডাকাতদল ইটভাটার সামনে আসে। আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে ইটভাটার অফিসের স্টাফদের ডাকতে বলে। তখন ডাকাতদের কথা মতো আমি রোকনকে ডেকে দিই। পরে আমাকে এবং রোকনকে ইটভাটার অফিস খোলার জন্য বলে। অফিস খুলে দেয়ার সাথে সাথে ডাকাতরা আমাকে এবং রোকনকে একটি কক্ষে আটক করে রাখে। এরপর তারা অফিসের আলমারি, ক্যাশ বাক্স ভাংচুর করে লুটপাট চালায়। ডাকাতদল নগদ ৫৬ হাজার ৯ শত টাকা, ৬টি মোবাইল সেট ও সিসিটিভির মনিটর লুটে নেয়।
এর আগে ডাকাত দল জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরীর মোবাইল সেট ছিনিয়ে নিয়ে তাকে একটি কক্ষে বন্দি করে রাখে।
এনবিএম ইটভাটার মালিক মঈনউদ্দিন মনু জানান, ডাকাতরা আমার স্টাফদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল সেট, সিসিটিভির মনিটরসহ বেশ কিছু জিনিস লুটে নিয়েছে। ডাকাতি শেষে চলে যাওয়ার সময় আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে গেছে । বিষয়টি আমি বুঝে উঠতে পারছি না। সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আতাউল হক চৌধুরী জানান, এটা ডাকাতি নয়, চুরির ঘটনা। ইটভাটার মালিক থানায় এসেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।