সাতকানিয়ায় ইউপি সদস্যের নেতৃত্বে হামলার অভিযোগ, আহত ৭

সাতকানিয়া প্রতিনিধি | শনিবার , ১৭ আগস্ট, ২০২৪ at ৭:৪৩ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় এক ইউপি সদস্যের নেতৃত্বে এলাকাবাসীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন। অভিযুক্ত ইউপি সদস্যের নাম নাজিম উদ্দিন। তিনি ছদাহা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য। গতকাল শুক্রবার বিকালে উপজেলার ছদাহা ইউনিয়নের হাসমতের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মো. আইয়ুব জানান, ইউপি সদস্য নাজিম উদ্দিনের নেতৃত্বে বিএনপির একটি মিছিল ছমদিয়া পুকুর পাড় থেকে কেরানীহাটে যাচ্ছিল। মিছিলটি হাসমতের দোকান এলাকায় পৌঁছার পর ইউপি সদস্য নাজিম উদ্দিনের নেতৃত্বে এলাকাবাসীর ওপর হামলা চালানো হয়। এসময় মো. জয়নাল আবেদিন (৩৫), আনোয়ার আলম (৪০), মিকদাদ হোসেন জায়েদ (২২), মো. লিয়াকত (৪২), মো. তৈয়ব (৪০), এরফান (২৭) ও মো. ইলিয়াছ (৫০) আহত হন। আহতদেরকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এরমধ্যে জয়নাল আবেদিন, আনোয়ার আলম ও মিকদাদ হোসেন জায়েদকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। হামলার ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য নাজিম উদ্দিনের বক্তব্য নেয়ার জন্য তার মোবাইলে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

ছদাহা ইউপি চেয়ারম্যান মো. মোরশেদুর রহমান এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরী জানান, এ ঘটনার কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : আসিফ মাহমুদ
পরবর্তী নিবন্ধসাম্প্রদায়িকতা দখলদারিত্ব প্রতিরোধ করে বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান