সাতকানিয়ায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ at ১০:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম (২৮)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (১ মে) বিকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহাফুজ টাওয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা মো. জাহাঙ্গীর আলম উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কমিরা পাড়ার আব্দুল মালেক ড্রাইভারের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার উপ পরিদর্শক মো. নুর উদ্দিনের নেতৃত্বে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহাফুজ টাওয়ারের একটি দোকানে অভিযান চালিয়ে বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে জানান পুলিশের ওই উপ পরিদর্শক।

সাতকানিয়া থানার উপ-fপরিদর্শক (এসআই) মো. নুর উদ্দিন ছাত্রলীগ নেতা মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় সড়ক দুর্ঘটনায় রিক্সা চালকের মৃত্যু
পরবর্তী নিবন্ধমে দিবসে কর্ণফুলীতে শ্রমজীবীদের র‌্যালি ও সমাবেশ