সাতকানিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৫৫ অপরাহ্ণ

অপারেশান ডেভিল হান্টের আওতায় সাতকানিয়া থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ড এলাকার চৌধুরী পাড়ার মৃত আবদুল্লাহ এর ছেলে সাইফুল ইসলাম চৌধুরী (৫৮), খাগরিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ও হাজী আহমদ হোসেনের ছেলে মোহাম্মদ সোহেল আরাফাত (৩৫) ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন উপজেলা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাবাদ ৫ নম্বর ওয়ার্ড এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ জোবায়রুল হক প্রকাশ জিয়ান (২৮)।

তাদের মধ্যে ২ নং খাগরিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং ৯ নং মৈশামুড়া ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মেম্বার সোহেল আরফাত রানা সাতকানিয়া উপজেলার কেরানিহাট হক টাওয়ারের সামনে ৪ আগস্ট ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী দুর্ধর্ষ ক্যাডার বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার (এস আই) খাইরুল হাসান দৈনিক আজাদীকে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে অভিযান চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে মহিলাসহ আহত ৪
পরবর্তী নিবন্ধচকরিয়ার আ.লীগের ১৫ নেতাকর্মী ও ইউপি চেয়ারম্যান নবী হোছাইন গ্রেপ্তার