সাতকানিয়ায় স্কেভেটর দিয়ে আবাদি জমির টপসয়েল কেটে বিক্রির অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হল– আবু তালেব (৪৫), মোঃ ইসহাক (৪০) ও ওমর আলী (৪৮)। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের দক্ষিণ কাঞ্চনা ও জোটপুকুরিয়া এলাকায় মাটি কাটার সময় তাদের কারাদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, সংঘবদ্ধ একটি চক্র কাঞ্চনা ইউনিয়নের দক্ষিণ কাঞ্চনা ও জোটপুকুরিয়া এলাকার বিল থেকে রাতের আঁধারে স্কেভেটর দিয়ে আবাদি জমির টপসয়েল কেটে বাইরে বিক্রি করে আসছিল। খবর পেয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় আবাদি জমির টপসয়েল কাটার সময় হাতেনাতে ৩ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হল– কাঞ্চনা ইউনিয়নের দক্ষিন কাঞ্চনা বকশীরখীল এলাকার মৃত কালু মিয়ার পুত্র আবু তালেব, একই এলাকার মৃত নজির আহমদের পুত্র মোঃ ইসহাক ও মৃত শফিকুর রহমানের পুত্র ওমর আলী। ভ্রাম্যমান আদালতে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস জানান, আবাদি জমির টপসয়েল কেটে নেয়ার সময় হাতেনাতে আটক করে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্তদেরকে কারাগারে প্রেরণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।