সাতকানিয়ায় রাতের অন্ধকারে স্কেভেটর দিয়ে আবাদি জমির মাটি কেটে বিক্রির সময় হাতেনাতে আটক করে ২ ব্যক্তিকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলো মো. নাঈম উদ্দিন (২০) ও মো. ফয়েজ (২০)। গত বুধবার রাতে া সদর ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত সিদ্দিকী। জানা য়ায়, সিকদার পাড়া এলাকায় কয়েকদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র আবাদি জমির মাটি কেটে বিক্রি করে আসছিল। খবর পেয়ে ঘটনার দিন রাতে সাতকানিয়ার সহকারী কমিশনার আরাফাত সিদ্দিকী সেখানে অভিযান চালান।