সাতকানিয়ায় আট চালককে ৯ হাজার টাকা জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ১ অক্টোবর, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স বিহীন ডাম্পার ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেল চালানোর অপরাধে ৮ জনকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার কেরানীহাটগুনাগরি সড়কের কাঞ্চনা ফুলতলা ও এওচিয়ার ছনখোলা এলাকায় এসব জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

জানা যায়, সম্প্রতি সড়কে রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স বিহীন যানবাহন চলাচল বৃদ্ধির বিষয়ে তথ্যের ভিত্তিতে সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী কেরানীহাটগুনাগরি সড়কের কাঞ্চনা ফুলতলা বাজার ও এওচিয়ার ছনখোলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ি চালানোর অপরাধে মো. শাহেদকে ১ হাজার টাকা, মো. খুরিশদকে ২ হাজার, সাজ্জাদ হোসেনকে ৫শ, নজরুল ইসলামকে ৫শ, আবদুস শুক্কুরকে ১ হাজার, দেলোয়ার হোসেনকে ২ হাজার, নুরুল কবিরকে ১ হাজার ও ওয়াহিদুল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে কারের ধাক্কায় নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধচারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ে ৩ শিক্ষকের বিদায় সংবর্ধনা