সাতকানিয়ায় অপহৃত ট্রাকচালক উদ্ধার, ৩ অপহরণকারী গ্রেফতার

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ২৪ জুন, ২০২৪ at ৫:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় তামাক পাতা বহনকারী একটি ট্রাকের চালককে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেফতার করার পাশাপাশি অপহৃত ট্রাক চালককে উদ্ধার করেছে সাতকানিয়া থানা পুলিশ।

এ সময় ঢাকা মেট্রো-ট-১২-১০১৬ নাম্বারের গাড়িটিও উদ্ধার করা হয়। রোববার (২৩ জুন) রাতে উপজেলার হাসমতের দোকান নামক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার মোস্তাক আহমদ সাব্বির।

গ্রেফতারকৃতরা হলেন- চকরিয়া উপজেলার মানিকপুর ইউনিয়নের সুরাজপুরের মো. ফারুক (৩০), নুরুল কবির (২৫) ও ওসমান ছোটন (৩৫)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার দৈনিক আজাদীকে বলেন, এক ট্রাক চালককে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় পুলিশ অপহৃত ব্যক্তিকে উদ্ধারসহ তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে চাঁদের গাড়ির ধাক্কায় পর্যটকের মৃত্যু
পরবর্তী নিবন্ধআনোয়ারায় কাপড়ের রং মিশিয়ে আইসক্রিম তৈরি, জরিমানা