সাড়ে ৬শ মেট্রিক টন কয়লাসহ ৪১ পাচারকারী আটক

লাইটার ও ট্রলার জব্দ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

বন্দরে আমদানি হওয়া কয়লা পরিবহনকালে পাচারের সময় সাড়ে ছয়শ’ (৬৬০) মেট্রিক টনের বেশি কয়লাসহ ৪১ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে কোস্টগার্ড। এসময় কয়লা পরিবহনে ব্যবহৃত লাইটার এমভি আল রত্না ও পাচার কাজে ব্যবহৃত ট্রলার তানজিলা২ কে জব্দ করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মোংলা বন্দরের হারবাড়িয়া থেকে ৬শ ৬০ মেট্রিক টন কয়লা বোঝাই করে যশোর নোয়াপাড়া ঘাটের উদ্দেশ্যে ররিবার ভোররাতে রওয়ানা হয় এমভি আল রত্না নামক লাইটার। পশুর চ্যানেলের বইটাঘাটা এলাকায় পৌঁছালে কয়লা পাচারের জন্য নৌযান তানজিলা২ তে কয়লা বোঝাই শুরু করে পাচারকারীরা। বিষয়টি কোস্টগার্ড পশ্চিমজোন সদর দপ্তর অবহিত হয়ে তাৎক্ষণিক অভিযানে নামে। অভিযানে পাচারকাজে জড়িত থাকা ৪১ ব্যক্তিকে আটক করে কোস্টগার্ডের আভিযানিক দল। পরে দুপুরে পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদুদকের মামলায় চসিকের সাবেক কর্মকর্তার জামিন
পরবর্তী নিবন্ধপ্রকৃতি বৈরি, পানি নিষ্কাশনের পথও বন্ধ