সাড়ে ৫ বছর পর আবার এক নম্বরে স্মৃতি মান্ধানা

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৮ জুন, ২০২৫ at ১২:১৪ অপরাহ্ণ

আইসিসি উইমেন’স ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন স্মৃতি মান্ধানা। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক লরা উলভার্টকে হটিয়ে সাড়ে পাঁচ বছর পর চূড়ায় উঠেছেন ভারতের এই ওপেনার। মেয়েদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ মঙ্গলবার প্রকাশ করেছে আইসিসি। এক ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন মান্ধানা। এক ধাপ পিছিয়ে ইংল্যান্ডের ন্যাট সিভারব্রান্টের সঙ্গে যৌথভাবে দুইয়ে আছেন উলভার্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ২৭ ও ২৮ রান করা উলভার্ট হারিয়েছেন ১৯ রেটিং পয়েন্ট। তার ও সিভারব্রান্টের পয়েন্ট ৭১৯। ৭২৭ পয়েন্ট নিয়ে চূড়ায় মান্ধানা। ২০১৯ সালের নভেম্বরের পর এই প্রথম শীর্ষে উঠলেন তিনি। ২৮ বছর বয়সী এই ব্যাটার গত বুধবার কলম্বোয় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে উপহার দেন সেঞ্চুরি। তার ১১তম ওয়ানডে সেঞ্চুরি সেটি। ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি এক্লেস্টোন ও অলরাউন্ডারদের তালিকায় অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার শীর্ষস্থান ধরে রেখেছেন।

পূর্ববর্তী নিবন্ধবিকেএসপির ‘ভর্তিতে স্বজনপ্রীতি’!
পরবর্তী নিবন্ধস্টেডিয়ামের ৫০ হাজার আসন ফাঁকা দেখে চেলসি কোচ বললেন, ‘অদ্ভুত’