চট্টগ্রামের আলোচিত সস্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে খুনের ৭ মামলায় দেওয়া জামিন স্থগিত করেছে আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে গতকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ স্থগিতাদেশটি দিয়েছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। অতিরিক্ত এটর্নি জেনারেল অনিক আর হকের বরাত দিয়ে তিনি বলেন, ৭ টি খুনের মামলায় জামিন পেয়ে গেছেন সাজ্জাদ ও তার স্ত্রী। এ বিষয়টি রাষ্ট্রপক্ষের নজরে পড়লে তা স্থগিত চেয়ে আবেদন করা হয়। এরই ধারাবাহিকতায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ উক্ত জামিন স্থগিতের আদেশ দিয়েছেন। কারাগার সূত্র জানায়, উচ্চ আদালত থেকে গত ৮ ডিসেম্বর প্রথম দফায় ৪ টি মামলার পর গত ১০ ডিসেম্বর দ্বিতীয় দফায় আরো তিনটি মামলায় সাজ্জাদ ও তার স্ত্রীর জামিননামা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে স্থানান্তর হয়ে রাজশাহী কারাগারে থাকা ছোট সাজ্জাদের স্ত্রীও কারাগারে রয়েছেন। ছোট সাজ্জাদের মতো তিনিও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে স্থানান্তর হয়ে অন্য কারাগারে রয়েছেন। আদালতসূত্র জানায়, সর্বশেষ গত সোমবার নগরীর চান্দগাঁওয়ের খুনসহ দুটি মামলায় সাজ্জাদ ও তামান্নাকে পুলিশের আবেদনের প্রেক্ষিতে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। শুনানির সময় কারাগার থেকে তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। আদালত সূত্র জানায়, গত মাসে সাজ্জাদ ও তার স্ত্রীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে রাজশাহী ও ফেনী কারাগারে স্থানান্তর করা হয়। সাজ্জাদ ১০টি হত্যাসহ মোট ১৯টি মামলার আসামি। তার স্ত্রীর বিরুদ্ধেও ১২ থেকে ১৪ টি মামলা রয়েছে। গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। এর কিছুদিন পর তার স্ত্রী শারমিন আক্তার তামান্তাকে নগরীর বহদ্দারহাট এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তারা দুজন কারাগারে বন্দী আছেন।












