সাজ্জাদকে সাথে নিয়ে মাইকিং, ক্ষেপেছেন স্ত্রী তামান্না

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ এপ্রিল, ২০২৫ at ৭:৩৬ পূর্বাহ্ণ

নগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে নিয়ে রাস্তায় ঘুরিয়ে ‘সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজির বিরুদ্ধে’ হুঁশিয়ারি করে পুলিশের মাইকিংয়ের ঘটনায় ক্ষেপেছেন স্ত্রী তামান্না শারমিন। তিনি নিজেও কয়েকটি মামলার আসামি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেইজ থেকে একটি ভিডিও বার্তায় তামান্না ক্ষোভ প্রকাশ করেন। রিমান্ডের আসামি তার স্বামী সাজ্জাদকে রশি বেঁধে রাস্তায় ঘোরানোকে ‘অপমানজনক’ এবং তাতে ‘মানবাধিকার লঙ্ঘন হয়েছে’ বলেও অভিযোগ করেন তিনি। তার ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভিডিওর শুরুতে তামান্না বলেন, আপনারা আমাকে চেনেন। আমি সাজ্জাদের বৌ তামান্না। কোথাও কি কোনো নজির আছে একজন রিমান্ডের আসামিকে এভাবে গরুর মত রশি বেঁধে এলাকায় এলাকায় নিয়ে ঘোরানোর? ভিডিওতে তামান্না বলেন, আমার হাজবেন্ডকে এলাকায় এলাকায় নিয়ে গিয়ে জিরো টলারেন্স ঘোষণা করতেছে ওসি আরিফ (বায়েজিদ বোস্তামী থানার ওসি)। আমার হাজবেন্ড কি কোরবানির গরু? তাকে এভাবে এলাকায় নিয়ে নিয়ে মাইকিং করতেছে।

তিনি বলেন, আমি আপনাদের ওপর ছেড়ে দিচ্ছি, এটা কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? আমার হাজব্যান্ডকে এভাবে গরুর রশি দিয়ে বেঁধে এলাকায় এলাকায় নিয়ে গিয়ে অপমান করাচ্ছে কেন? আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, আমার হাজবেন্ড যদি অপরাধী হয় তার বিচার আদালত করবে। একটি হত্যা মামলায় রিমান্ডে থাকা ছোট সাজ্জাদকে সঙ্গে নিয়ে রাউজান ও বায়েজিদ বোস্তামী এলাকায় মাইকিং করেছে পুলিশ।

তামান্না ক্ষোভ প্রকাশ করে বলেন, কোথাও কি কোনো নজির আছে একজন রিমান্ডের আসামিকে এলাকায় ঘুরিয়ে ঘুরিয়ে, গরুর রশি বেঁধে যেমন ইচ্ছা তেমন করতেছে প্রশাসন। আসলে কী, ওর ফ্যামিলির কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ওর জন্য কথা বলার কেউ নাই তো। আমিও তো মেয়ে মানুষ, আমার বিরুদ্ধেও দুই/তিনটা মামলা দিয়ে বসে আছে। এখন আমি কী করব বলেন?…তারা আমার হাজবেন্ডকে এত অপমান না করে গুলি করে মারতে পারতেছে না?

পূর্ববর্তী নিবন্ধসঞ্চালন লাইন ও ট্রান্সফর্মারে ত্রুটি, গ্রাহকের দুর্ভোগ
পরবর্তী নিবন্ধকমেছে পানি, পাঁচ ইউনিটের মধ্যে উৎপাদন একটিতে