সাজ্জাত ৫ দিনের রিমান্ডে

বিপ্লব বড়ুয়ার বিরুদ্ধে স্ট্যাটাস

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২০ জুলাই, ২০২১ at ৭:১৭ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য ও চট্টগ্রাম করোনা আইসোলেশন সেন্টারের উদ্যোক্তা সাজ্জাত হোসেনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালত এ আদেশ দেন। এর আগে সাজ্জাতের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতের কাছে আবেদন করে কোতোয়ালী থানা পুলিশ। তারও আগে গত শনিবার রাত সাড়ে তিনটার দিকে ডিএমপির রূপনগর থানার সহায়তায় বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের নগর পুলিশের প্রসিকিউশন শাখার একটি সূত্র আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, আওয়ামী লীগের কেন্ত্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও তার ছোট ভাই আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. বিদ্যুৎ বড়ুয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ডিজিটাল সিকিউরিটি আইনের বিভিন্ন ধারায় সাজ্জাত হোসেনের বিরুদ্ধে গত ১৩ জুলাই চট্টগ্রামের কোতোয়ালী ও সাতকানিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনাসিরাবাদে চৌধুরী বাড়ির সড়ক সংস্কার ও উন্নয়ন
পরবর্তী নিবন্ধচবিতে রোটার‌্যাক্ট ক্লাব রেইনবো ও ন্যাচার ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি