সাজেদা চৌধুরী মৃত্যুর পরেও চিরঞ্জীব হয়ে থাকবেন

চট্টগ্রামে বিভিন্ন মহলের শোক

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর, ২০২২ at ১১:০১ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের উপনেতা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা দল ও দেশের দুঃসময়ের কাণ্ডারী বেগম সৈয়দা সাজেদা চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন-আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, ভূমিমন্ত্রী সাইফুজ্জান চৌধুরী, সিটি মেয়র এম. রেজাউল করিম চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী এবং সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, ওমরগণি এমইএস কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম প্রমুখ। পৃথক শোক বার্তায় তারা বলেন, জাতির ও সংগঠনের দুঃসময়ে অনবদ্য ভূমিকা পালন করে কঠিন ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সৈয়দা সাজেদা চৌধুরী চিরস্মরণীয় হয়ে থাকবেন। মৃত্যুর পরেও চিরঞ্জীব হয়ে থাকবেন তিনি। একজন সফল রাজনীতিক হিসেবে এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে যে রাজনৈতিক কুশলতা ও সৃজনশীল ভূমিকা রেখেছিলেন তা থেকে আমাদের অনেককিছু শিখে নিতে হবে। শোক বার্তায় তারা সৈয়দা সাজেদা চৌধুরীর রুহের মাগফেরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধএ টি এম পেয়ারুলের সমর্থনে পুরাতন রেল স্টেশনে গণজমায়েত আজ
পরবর্তী নিবন্ধআজ সাবেক এমপি প্রফেসর মাসুদা এম রশীদ চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী