সাজেক সড়কে পাহাড় ধস, ১০ ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ২৫ জুলাই, ২০২৫ at ৪:৪১ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের একাধিক স্থানে পাহাড় ধসে যান চলাচল বন্ধের ১০ ঘণ্টা পর সচল হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে যান চলাচল সচল হয়। সকাল থেকে সড়ক যোগাযোগ সচল করতে একযোগে কাজ করে ফায়ার সার্ভিস, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।

এর আগে, ভোর থেকে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ থাকে। এতে করে আটকা পড়েন ৪ শতাধিক পর্যটক। সড়ক যোগাযোগ স্বাভাবিক হওয়ায় ফিরছেন পর্যটকরাও।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বলেন, গত রাতে (বুধবার) ভারী বর্ষণ হয়েছে। এতে সাজেকবাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পকনগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে। নন্দরাম এলাকায় তুলনামূলক বেশি মাটি ধসে পড়ে। সকাল থেকে ফায়ার সার্ভিস মাটি সরানোর কাজ শুরু করে। বেলা আড়াইটা থেকে যান চলাচল সচল হয়েছে। আটকা পড়া পর্যটকরাও ফিরতে পারবেন বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধ১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ
পরবর্তী নিবন্ধছেলেকে আনতে গিয়ে নিখোঁজ মায়ের লাশ মিলল ডিএনএ টেস্টে