সাজেক পর্যটন স্পট বন্ধ ঘোষণা

ইউপি নির্বাচনের জন্য দুই দিন বন্ধ থাকবে সকল যান

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫৬ অপরাহ্ণ

৬ ও ৭ ফেব্রুয়ারি দুইদিনের জন্য বাঘাইছড়ির সাজেক পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ৭ ফেব্রুয়ারি ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙামাটি জেলার বাঘাইছড়িতেও ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বাঘাইছড়ি এবং সাজেকে পর্যটকবাহী সকল ধরনের যানবাহন এবং পর্যটন স্পট বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শরীফুল ইসলাম আজাদীকে বলেন, “আগামী ৭ ফেব্রুয়ারি বাঘাইছড়ি উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই বাঘাইছড়ির সাজেকের সকল পর্যটন স্পট বন্ধ থাকবে।”

তিনি বলেন, “ইতিমধ্যে প্রশাসন থেকে সাজেকের সকল রিসোর্ট মালিকদেরকে ৬ ও ৭ ফেব্রুয়ারি দুইদিনের জন্য পর্যটকদের রিসোর্ট বুকিং নিতে নিষেধ করা হয়েছে।”

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধছেলে-মেয়ের জীবন বাঁচাতে প্রাণ দিলেন মা
পরবর্তী নিবন্ধচবি ছাত্রীর আত্মহত্যার চেষ্টা !