সাজেকে সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৪:১৭ অপরাহ্ণ

রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রুবিনা আফসানা রিংকি (২৪) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত ও ১২ জন শিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে সাজেক ইউনিয়নের হাউস পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে সাজেক থানার ওসি কানন সরকার বলেন, সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়া পথে হাউস পাড়া এলাকায় পিক আপটি পাহাড় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা গেছে, ১২ জন আহত হয়েছে। তারা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তাৎক্ষণিক সকলের নাম পরিচয় জানা যায়নি। মরদেহ ও আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

পূর্ববর্তী নিবন্ধভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিমের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড পৌরসদর এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার