সাজেকে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ১ জানুয়ারি, ২০২৫ at ৯:০১ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ অসহায় বয়স্ক মানুষের জন্য শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সাজেক ইউনিয়নে ৫ ও ৬নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের হতদরিদ্র ও দুস্থ পাহাড়ি পরিবারের মাঝে ২০০ জন পাহাড়ি জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন , মেজর তালুকদার অনন্ত ইবনে আলম, ক্যাপ্টেন মোঃ মিসবাহ উজ্জামান।

এ সময় বেতবুনিয়া, উজানছড়ি, চাইল্যাতলী, চম্পাতলী পাড়ার মধ্যে দুইশত স্থানীয় পাহাড়ি জনসাধারণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সেনাবাহিনীর বাঘাইহাট জোন।

এতে আরো উপস্থিত ছিলেন এলাকার কার্বারী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

পূর্ববর্তী নিবন্ধপবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি
পরবর্তী নিবন্ধকক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড শাখায় দুদকের হানা