সাজেকে যাওয়ার পথে মাইক্রো খাদে ৪ পর্যটক আহত

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ৭ জুলাই, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বেড়াতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে হাউজ পাড়া এলাকায় পাহাড়ি খাদে পড়ে ৪ জন পর্যটক আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাজেকের হাউজ পাড়ায় পাহাড়ে উঠার সময় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসের ৪ আরোহী পর্যটক আহত হয়। এদের মধ্যে ২ জনের নাম পাওয়া গেছে তারা হলেন মো. শাহরিয়ার ইকবাল (৪২), ৩৮ মিরপুর রোড, ঢাকা এবং মো. তাইছির আহমেদ, পাঠানপাড়া রোড ফেনী। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাহাড় উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে খাদে পড়ে যায়। সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের যাত্রা শুরু কাল
পরবর্তী নিবন্ধযাত্রাপথে গাড়ি বিকল, গরু রেখে পালালো চোরের দল