সাজেকে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় মামলায় আটক ১

রাঙামাটি প্রতিনিধি  | শুক্রবার , ৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিপীতা চাকমা অপহরণের ঘটনায় সাজেক থানায় মামলা দায়ের করেছে তার বাবা শীতেন্দ্র বিকাশ চাকমা। গতকাল বৃহস্পতিবার রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন, রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

পুলিশ সুপার বলেন, অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছেন অপহৃতের বাবা। এদিকে অপহরণের ঘটনায় সাজেকের দাঁড়িপাড়া বনোআদম এলাকায় পুলিশ অভিযান চালিয়ে দান প্রিয় চাকমা (২৬) নামের এক যুবককে আটক করে। আটক যুবক একই এলাকার অনিল কুমার চাকমার ছেলে। তিনি সন্তু গ্রুপের নেতৃত্বাধীন পিসিজেএসএসের রাজনীতির সাথে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএসের) বাঘাইছড়ি উপজেলার সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা অপহরণের ঘটনার তার দলের কোন সম্পৃক্ততা নেই বলে জানান এবং আটক দান প্রিয় চাকমার সাথে তার দলের কেউ নয় বলে নিশ্চিত করেন। জানা গেছে, খাগড়াছড়ি জেলা থেকে বন্ধুদের সাথে সাজেকে যাওয়ার সময় বুধবার দুপুর ১ টার দিকে শিজকছড়া এলাকা থেকে এক দল সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা তাদের গাড়ি থামিয়ে দিপিতা চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর ওইদিন সন্ধ্যায় সাজেক থানাধীন দাঁড়িপাড়া বনোআদম নামক স্থান হতে অপহৃত ছাত্রীকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। দিপিতা চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টাসের ছাত্রী।

পূর্ববর্তী নিবন্ধ৩৮নং ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প
পরবর্তী নিবন্ধঈদগাঁও খালে নিখোঁজ শ্রমিকের মরদেহ ৬ দিন পর উদ্ধার