জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের ঝর্ণা দেখেতে এসে অসুস্থ হয়ে আটকে পড়া এক পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাজধানী ঢাকা থেকে বেড়াতে আসা সাতজনের একটি পর্যটক দল মঙ্গলবার সকালে সাজেক ভ্যালির অনিন্দ্য সুন্দর সিকাম তৈসা ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে সাজেকের পাহাড় থেকে দুই হাজার দুইশো ফিট নিচে চলে যায়। এরপর পর্যটক দলের সদস্য মো. শারজিল আহমেদ খান (৩৩) হঠাৎ ঝর্ণার নিচে অসুস্থ হয়ে আটকা পড়েন। আটকে পড়া সদস্যকে উদ্ধারে তার সঙ্গীরা চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর ওইদলের এক সদস্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি সম্পর্কে অবহিত করলে রাঙামাটি পুলিশ আটকে পড়া পর্যটককে উদ্ধার শেষে সাজেকের প্যারাগণ রিসোর্টে নিয়ে আসে। সাজেক ভ্যালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইসি এসআই মো. মুশফিক বলেন, পর্যটক যেখানে আটকা পড়েছে সেখানে কোনো মানুষের বসবাস নেই। এসপি স্যারের নির্দেশে আমরা সাজেক ভ্যালি পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনা স্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আটকে পড়া পর্যটককে উদ্ধার করে সাজেকের কটেজে নিয়ে আসি।