সাজেকে জিপ-বাইক মুখোমুখি সংঘর্ষ পর্যটক নিহত

লোহাগাড়ায় তরুণের মৃত্যু

রাঙামাটি ও লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২৪ ডিসেম্বর, ২০২২ at ৭:৫০ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে চাঁদের গাড়ি (জিপ) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৬) নামে এক পর্যটক নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সাজেকের নয়কিলো ৮ নং মধ্যপাড়া এলাকায় এ দুঘর্টনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত তানভীরের বাড়ি চট্টগ্রামের খুলশী এলাকায়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুরে সাজেক পর্যটন কেন্দ্র যাওয়ার পথে সাজেকে চাঁদের গাড়ি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক পর্যটক নিহত হয়।
এদিকে লোহাগাড়া প্রতিনিধি জানান, গত বৃহস্পতিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতকানিয়া রাস্তার মাথা নামক এলাকায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাসের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে
মোহাম্মদ সাইফুল ইসলাম (১৯) নামে লোহাগাড়ার এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাইফুল উপজেলার চুনতি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সামশু হাজী পাড়ার আবদুল মান্নানের পুত্র। স্থানীয় ইউপি সদস্য মো. ইয়াছিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের বোন ইয়াছমিন আক্তার জানান, তার ভাই সাইফুল একজন ফ্রিজের মেকানিক। সাতকানিয়ার কেরানীহাটে তার একটি ফ্রিজ মেরামতের দোকান রয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা হয়। এতে মোটরসাইকেলে থাকা সাইফুল, ফ্রিজ মেরামত কাজের দুই সহযোগী তারেক (১৭) ও আদনান (১৮) গুরতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কেরানিহাটে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে সাইফুলকে নগরীর এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ এরফান জানান, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধপ্যারিসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩
পরবর্তী নিবন্ধলক্ষ্য ২ হাজার কোটি টাকার শুটকি উৎপাদন