সাজেকে জিপ উল্টে ৭ পর্যটক আহত

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ জানুয়ারি, ২০২৫ at ৬:২৫ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে একটি পর্যটকবাহী জিপ (চাঁন্দের গাড়ি) উল্টে ৭ জন পর্যটক আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে সাজেক ইউনিয়নের মাচালং একুজ্জাছড়ি উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার একটি পর্যটকবাহী জিপ গাড়ি বাঘাইহাট বাজার থেকে সাজেক ভ্যালি যাওয়ার পথে মাচালং একুজ্জাছড়ি উত্তর পাড়া এলাকায় উল্টে যায়। এতে গাড়িতে থাকা ১২ জন পর্যটকের মধ্যে ৬৭ জন আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় জানা সম্ভব হয়নি। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, সাজেকে সড়ক দুর্ঘটনায় ৬৭ আহত হয়েছেন। এরমধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন, একজনের হাত ভেঙে গেছে। তাদের দুজনকে জিপ সমিতির লোকজন খাগড়াছড়িতে নিয়ে গেছেন। বাকি আহতরা সাজেকে গিয়েছেন। এ ঘটনায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধহোম রেসিপি ফুডস ও ডুলছে বেকারিকে জরিমানা
পরবর্তী নিবন্ধবাংলাদেশের সঙ্গে বিস্তৃত অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পক্ষে ইইউ