রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে একটি পর্যটকবাহী জিপ (চাঁন্দের গাড়ি) উল্টে ৭ জন পর্যটক আহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সাজেক ইউনিয়নের মাচালং একুজ্জাছড়ি উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার একটি পর্যটকবাহী জিপ গাড়ি বাঘাইহাট বাজার থেকে সাজেক ভ্যালি যাওয়ার পথে মাচালং একুজ্জাছড়ি উত্তর পাড়া এলাকায় উল্টে যায়। এতে গাড়িতে থাকা ১২ জন পর্যটকের মধ্যে ৬-৭ জন আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
সাজেক থানার ওসি কানন সরকার বলেন, সাজেকে সড়ক দুর্ঘটনায় ৬-৭ আহত হয়েছেন। এরমধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন, একজনের হাত ভেঙে গেছে। তাদের দুজনকে জিপ সমিতির লোকজন খাগড়াছড়িতে নিয়ে গেছেন। বাকি আহতরা সাজেকে গিয়েছেন। এ ঘটনায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।