সাজেকে জিপ উল্টে পাঁচ পর্যটক আহত

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ১৯ নভেম্বর, ২০২৩ at ১০:০২ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে একটি পর্যটকবাহী জিপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ৫ জন পর্যটক আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে হাফছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা করা পর্যটক বহনকারী একটি জিপ হাফছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গাড়িতে থাকা ৫ জন পর্যটক আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসা প্রদান করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশিল্পী শওকত জাহান পরিচালিত শিশু শিল্পীদের চিত্র প্রদর্শনীর পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধডিস কর্মীরা দেখে নালায় পড়ে আছে একটি মরদেহ