সাজেকে জিপ উল্টে আহত ৯

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ জুলাই, ২০২২ at ৫:২৯ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম ৬ নম্বর এলাকায় চাঁদের গাড়ি উল্টে ৯ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকালে ৮টার দিকে এ ঘটনা ঘটে। সাজেক থানার ওসি নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, সকালে মাচালং এলাকা থেকে একটি চাঁদের গাড়ি যাত্রী নিয়ে বাঘাইহাট বাজারে যাচ্ছিল। পথিমধ্যে ব্রেকে সমস্যার কারণে গাড়িটি সড়কের উপর উল্টে যায়। এতে নয়জন যাত্রী আহত হন। আহতদের সবাই স্থানীয় বাসিন্দা। তাদের মধ্যে রবি চাকমা ও সামি উদ্দিন নামে দুইজনের অবস্থা আশংকাজনক। স্থানীয়রা তাদের উদ্ধার করে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবন্দরে মদের ৫টি চালান আটকের ঘটনায় পৃথক পাঁচটি তদন্ত কমিটি
পরবর্তী নিবন্ধসেনাবাহিনীর প্রশিক্ষণ হেলিকপ্টার দুর্ঘটনায় আহত দুই পাইলট