সাজেকে চাঁদের গাড়ি খাদে পড়ে খুবি শিক্ষার্থীর মৃত্যু, আহত ১১

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:০৮ পূর্বাহ্ণ

সাজেকে যাওয়ার পথে চাঁদের গাড়ি (জিপ) নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে রুবিনা আক্তার রিংকী নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১১ জন শিক্ষার্থী। গতকাল বুধবার দুপুরে সাজেকের হাউসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪৬ জন শিক্ষার্থী শিক্ষা সফরে প্রথমে কক্সবাজারে যায়। কঙবাজার ভ্রমণ শেষে তারা সাজেক যাচ্ছিলেন। তারা দীঘিনালা থেকে ৪টা গাড়ি ভাড়া করেন। একটা গাড়িতে সব নারী শিক্ষার্থী ছিল। তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে গিয়ে এক নারী শিক্ষার্থীর মৃত্যু হয়। এ সময় আহত হয় গাড়িতে থাকা অন্য শিক্ষার্থীরা।

খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিকেল ৪টার দিকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানান খাগড়াছড়ি সিভিল সার্জন মো. সাবের। তিনি জানান, খাদে জিপ পরে মোট ১২ জন আহত হয়। এদের মধ্যে অন্দিতা, চন্দ্রিকা, বর্ণা, সাদিয়া, চেরি বেশি আহত হয়। এদের মধ্যে অন্দিতার অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হবে।

দুর্ঘটনা কবলিত গাড়িতে একজন শিক্ষকসহ মোট ১২ জন শিক্ষার্থী ছিল। গাড়িতে থাকা চিকিৎসক করিমুল হকও আহত হন। তার হাতে ফ্রেকচার হয়। তিনি বলেন, সাজেকে হাউসপাড়ায় খাড়া পাহাড়ি সড়কে উঠতে গিয়ে আমাদের বহনকারী জিপ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সামনে একটা গাড়ি দাঁড়ানো অবস্থায় ছিল। আমাদের গাড়ি সামনের উপরের দিকে উঠার কোন সুযোগ ছিল না। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ২শ ফুট নিচে পড়ে যায়। ঘটনাস্থলে আমাদের ফিজিঙ ডির্পাটমেন্টের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রুবিনা আক্তার রিংকী মারা যায়। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী গুরতর আহত হয়।

খুবি শিক্ষার্থী দেবব্রত সরকার বলেন, আমরা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সফরে প্রথমে কঙবাজারে যাই। কঙবাজার ভ্রমণ শেষে আজকে (গতকাল) সাজেক যাচ্ছিলাম। মোট শিক্ষার্থী ছিল ৪৬ জন। দীঘিনালা থেকে ৪টা গাড়ি ভাড়া করা হয়। একটা গাড়িতে সব নারী শিক্ষার্থী ছিল। তাদের গাড়িটা দুর্ঘটনায় পড়েছে।

ঘটনার পর হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে আসেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাসান মারুফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র বায়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানা, সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল খাগড়াছড়ি থেকে চাঁদের গাড়িতে করে সাজেক যাচ্ছিল। পথে সাজেকে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড় উঠতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে রিংকী নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। আহতরা সবাই পর্দাথ বিজ্ঞানের শিক্ষার্থী।

পূর্ববর্তী নিবন্ধএবার অগ্রণী ব্যাংকে হাসিনার দুটি লকার জব্দ
পরবর্তী নিবন্ধএস আলমসহ ৪৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা