সাজেক পর্যটন এলাকায় গভীর রাতে আগুনে পুড়েছে বসতঘরসহ ৪ রিসোর্ট। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় গভীর রাতে আকাশ নামক রিসোর্টের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বুধবার রাত সাড়ে তিনটার দিকে আকাশ রিসোর্ট থেকে আগুন ছড়িয়ে পড়লে ৪টি রিসোর্ট ও একটি বসতঘরসহ আগুনে পুড়ে ছাই হয়ে যাই। এসময় সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় বড় ধরনের ভয়বহতা থেকে রক্ষা পেয়েছে অনেক রিসোর্ট। এটি নিছক অগ্নিকাণ্ডের ঘটনা নাকি কোন নাশকতা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্রে জানা গেছে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। আগুনে ভস্মীভূত হয়েছে আকাশ রিসোর্ট, মারুতি রিসোর্ট, মেঘসুট রিসোর্ট, সাজেক ইকোভ্যালি, ও জাকারিয়া লুসাই বাড়ি। সবমিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে তিন কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে,সাজেক থানার অফিসার ইনচার্জ নুরুল আনোয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বুধবার রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে আকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সবার সহযোগিতায় ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ৪টি রিসোর্ট একটি বসতঘরসহ আগুনে পুড়ে গেছে। পাশ্ববর্তী কিছু রিসোর্টে আংশিক ক্ষয়ক্ষতির হয়েছে। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ তিন কোটি টাকার উপরে হবে বলেও ওসি জানান।












